মুক্তবার্তা ডেস্ক:লর্ডস টেস্ট হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩০৯ রান তুলেছে প্রোটিয়ারা।
বড় সংগ্রহ গড়তে লড়ছেন ভারনন ফিল্যান্ডার ও ক্রিস মরিস। সপ্তম উইকেটে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। ফিল্যান্ডার ৫৪ ও মরিস ২৩ রানে অপরাজিত আছেন।।
ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না প্রোটিয়াদের। দলীয় ৬৬ রানে দু’ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি।
এরপর কুইন্টন ডি কক’কে নিয়ে দলের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন হাশিম আমলা। এক পর্যায়ে সফলও হন তারা। তবে দলীয় ১৭৯ রানে হঠাৎ থেমে যান ডি কক। ব্যক্তিগত ৬৮ রান করে ব্রডের শিকার হয়ে ফেরেন তিনি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আমলাও। দলীয় ১৯৪ রানে সেই ব্রডের থাবায় ঘায়েল হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১১ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেন এ প্রোটিয়া।
আমলা ফিরে গেলে দলের হাল ধরতে আসেন ফাফ ডু প্লেসিস। তবে তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ২২০ রানে ব্যক্তিগত মাত্র ১৯ করে ফেরেন অধিনায়ক। স্কোর বোর্ডে আর ১৫ রান যোগ হতেই ফেরেন বাভুমা।
তিনি ফিরে গেলে সংগ্রাম চালিয়ে যান ভারনন ফিল্যান্ডার ও ক্রিস মরিস। সেই যাত্রায় সফলও হন তারা। দিন শেষ করে মাঠ ছাড়েন ফিল্যান্ডার ও মরিস।
প্রথম দিনে স্বাগতিকদের সেরা বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি সফরকারীদের ৬ উইকেটের একাই নিয়েছেন ৩টি। ২ উইকেট শিকার করেন বেন স্টোকস।