বড়দিনের সাজে মেসি

মুক্তবার্তা ডেস্ক: দুর্দান্ত এক জয়ের পর পরিবার নিয়ে বড়দিনের উৎসবে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন বার্সেলোনা সুপারস্টার মেসি।

আজ বড়দিনের উৎসবে পরিবার নিয়ে সান্তা ক্লজদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে মেসি পরিবার। স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুজ্জোসহ দুই ছেলে থিয়াগো ও মাতে রয়েছেন তাদের সঙ্গে। সান্তা ক্লজদের সঙ্গে লাল-সাদা টুপি পড়তে দেখা গেছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে এমনটাই জানিয়েছেন মেসির স্ত্রী রোকুজ্জো।

মেসির স্ত্রী রোকুজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় দিনের উৎসবের ছবি পোস্টের এক ঘন্টায় তাতে ১ মিলিয়নের ওপর লাইক পড়ে।

বছরের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতো রিয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে নিজের এক গোলসহ সতীর্থের গোলেও ভূমিকা ছিল মেসির।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগেই মেসি বলেছিলেন, রিয়ালকে হারিয়ে বড় দিনের উৎসবে মাততে চান তারা। এবার প্রত্যাশিত জয়ের পর বড় দিনের উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়েছে মেসিদের।

Related posts

Leave a Comment