মুক্তবার্তা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।
অদ্যাবধি ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত হয়ে গেছে তামিমদের। অপরদিকে ৯ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে মাশরাফির দল। রংপুরের সামনে শেষ চারের আশা এখনো ঝকঝকে। বাকী ৩ ম্যাচের দু’টিতে জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে রংপুরের।