ব্যাটিংয়ে ঢাকা

মুক্তবার্তা ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।

রাজশাহী কিংস ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। আর ঢাকা ডায়নামাইটস পাঁচটি ম্যাচ খেলে সাত পয়েন্ট পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে।

ঢাকা ডায়নামাইটস একাদশ: এভিন লিউইস, শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সুনিল নারিন, আবু হায়দার রনি, নাদিফ চৌধুরী, সাদ্দাম হোসেন।

রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, রনি তালুকদার, সমিত প্যাটেল, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ড্যারেন স্যামি (অধিনায়ক), জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, হোসেন আলী, হাবিবুর রহমান, ফরহাদ রেজা।

Related posts

Leave a Comment