মুক্তবার্তা ডেস্ক:তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের এক বছরপূর্তি আজ। ব্যর্থ অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সাহসিকতার সঙ্গে অভ্যুত্থান ঠেকানোয় ভূমিকা রাখায় তুরস্কের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। ইস্তানবুলে আয়োজিত লাখো লোকের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাজার হাজার লোকের সেই সমাবেশে সকলে মিলে গেয়েছে জাতীয় সঙ্গীত। উচ্ছসিত জনগণ হাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছে। কঠিন সেই সময়ে নিজেদের জীবন বাজি রেখে দেশকে যারা রক্ষা করেছেন, তাদেরকে স্মরণ করে সমাবেশে আবেগঘন এক বক্তৃতা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান।
অভুত্থানের সেই রাতকে স্মরণ করে তিনি বলেন, সেই রাতে মানুষের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল একটি পতাকা আর সবচেয়ে বড় কথা, তাদের ছিল বিশ্বাস।
এই সমাবেশে যোগ দেয়া অনেকেই বলেন, দেশের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতেই সমাবেশে তারা যোগ দিয়েছেন। সমাবেশে অংশ নেয়া জুলফিকার কাহারমান নামে এক ব্যক্তি বলেন, আমি জানি না সেই রাতে কেন যে আমার মুত্যু হয়নি! এই কথা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। কেন আমি ট্যাঙ্কের সামনে বুক টান টান করে দাঁড়াইনি? দেশের প্রয়োজনে আমি নিজেকে নির্ভয়ে উৎসর্গ করতে পারি।
গত বছরের ১৫ জুলাই তুরস্কে ঘটা অভ্যুত্থানে প্রাণ হারায় প্রায় ২৫০ জন। আহত হয়েছিলেন প্রায় দুই হাজার ১৯৬জন। অভুত্থান প্রচেস্টার পর, অভ্যুত্থানে সমর্থনকারী সন্দেহে ৫০ হাজার জনকে গ্রেপ্তার এবং প্রায় দেড় লাখ মানুষকে চাকুরিচ্যুত করা হয়েছে। বিরোধীদের মূলোৎপাটনের জন্য কঠোর হাতে অভুত্থান পরবর্তী তুরস্ককে নিয়ন্ত্রন করেছে সরকার।