মুক্তবার্তা ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা, পুলিশ সদস্যদের হত্যা, পোলিং অফিস পুড়িয়ে দেয়া, ৯৩ দিন হরতালের মতো কর্মসূচির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী একাদশ নির্বাচনের প্রস্তুতি নেবে।’
বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তখন কি পরিস্থিতি তৈরি করেছিল আমরা তা দেখেছি। তারা ২৪ পুলিশ সদস্যকে হত্যা করেছে, নিষ্পাপ শিশুকে পেট্রলবোমা মেরে হত্যা করেছে। ৫০০ পোলিং অফিস পুড়িয়ে দেয়া হয়েছে। আবার ২০১৫ সালে ৯৩ দিন হরতাল দিয়েছে। তাদের কোন কর্মসূচিতেই লাভ হয়নি। আমি মনে করি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক ভিত্তিতে আমরা নির্বাচন করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে গণভবনে দাওয়াতও দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ও দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। এমনকি ওনার ছেলেকে দেখতে গেলেও প্রধানমন্ত্রীকে ঢুকতে দেয়া হয়নি।’