মুক্তবার্তা ডেস্ক:যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার নাম রাখতে ‘মা’ শব্দ ব্যবহার করার কঠোর সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রাঁন্সিস।
ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কথিত ‘মাদার অব অল বম্বস’ হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডনেন্স এয়ার ব্লাস্ট(এমএওবি) বোমার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ বোমাকে মোয়াবও বলা হয়।
তিনি বলেন, ‘এ বোমার নাম শুনে খুব লজ্জা পেয়েছি। মা জীবন দেন আর এ বোমা মৃত্যু ডেকে আনে। অথচ এ বোমার নামে ‘মা’ শব্দটি ব্যবহার করা হয়েছে।’ পোপ প্রশ্ন করেন, কি হচ্ছে বলুন তো?
গত ১৩ এপ্রিল আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এ বোমা ফেলা হয়েছিল। ইসলামিক স্টেট(আইএস) অবস্থানের ওপর এ বোমা ফেলা হয় বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
অত্যন্ত শক্তিশালী এ বোমা হামলায় তুলনামূলক কম সংখ্যক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আইএসের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই বোমাটি ফেলেছে যুক্তরাষ্ট্র।