মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপের মাধ্যমে বেসিসের সদস্য কোম্পানিগুলোর জন্য একটি কো-ব্র্যান্ডেড ইউএসডি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে।
বেসিসের সদস্য কোম্পানিগুলো দেশের বাইরে তাদের ব্যবসায়িক খরচের জন্য এক বছরে ৩০,০০০ ডলার পর্যন্ত খরচ করতে পারেন। নতুন পার্টনারশিপের মাধ্যমে সংশ্লিøষ্ট প্রতিষ্ঠানসমূহের বিদেশি ব্যয় দ্রুতগামী ও স্বাচ্ছন্দ্যময় হবে। এই কার্ডের মাধ্যমে বর্তমানের আইটি/আইটিইএস সংক্রান্ত বিদেশি কেনাকাটার জটিল প্রক্রিয়া সহজ হবে। এটি দ্রুত, নির্ভরযোগ্য, সুরক্ষিত এবং বিশেষ সুবিধা স¤পন্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরী, অ্যাক্টিং হেড অব বিজনেস এম. খোরশেদ আনোয়ার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং পরিচালক গীতাঙ্ক ডি দত্ত।