মুক্তবার্তা ডেস্ক: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একটি জাতির উন্নয়নের একমাত্র উপায় হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা জাতি গড়ার কারিগর বলা হলেও আমাদের সমাজ ব্যবস্থায় তারা আজ অবহেলিত ও বঞ্চিত। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন ক্রটি রয়েছে তেমনি শিক্ষকদের মধ্যেও বেতন বৈষম্য রয়েছে। শিক্ষা ক্ষেত্রে সকল অসঙ্গতি ও বাধা দূর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারেন একমাত্র শিক্ষকরাই। তাই আমাদের চাকরি অবিলম্বে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।