মুক্তবার্তা ডেস্ক: ভারতে পাচার হওয়ার পর বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ২৭ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল সোমবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১১ জন নারী ও তিনজন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি ফরিদপুর , নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
এ বিষয়ে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে একটি বিজিবি দল সাদিপুর সীমান্তে অভিযান চালায় এবং তাদেরকে আটক করে।
এরপর আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।