বেনাপোলে ২৭ নারী-পুরুষ আটক

মুক্তবার্তা ডেস্ক: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলে ২৭ জন নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার দুপুরে সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, অবৈধ পথে বেশ কিছু নারী শিশু পাচার হয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন নারী , তিনজন শিশু ও ১৩জন পুরুষকে আটক করেছে। আটক হওয়া সবার বাড়ি ফরিদপুর , নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে  একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

Related posts

Leave a Comment