মুক্তবার্তা ডেস্ক: বেনাপোলে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে মানকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে মানকিয়া কোদলারহাট মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত ওমর ফারুক বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে। সে কুদলার হাট জুনিয়র হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
নিহতের মামা আজগার আলী জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় ফারুক। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে। হত্যাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও সাইকেল নিয়ে যায়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, মানকিয়া গ্রামের ধানক্ষেত থেকে ওই স্কুলছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হযেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হযেছে। কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।