বেনজির ভুট্টো হত্যা মামলায় পারভেজ মোশাররফ পলাতক

মুক্তবার্তা ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অন্যতম আসামি সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালত এ রায় দেয়।

আদালত, দুই পুলিশ কর্মকর্তার ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

ডন অনলাইন জানিয়েছে, মামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবানের পাঁচজনকে আসামি করা হয়েছিল। তাদেরকে খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সউদ আজিজ। আর রাওয়াল টাউনের পুলিশ সুপার ছিলেন খুররম শাহজাদ। তাদের দু’জনকেই ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। জামিনে মুক্ত থাকা এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টোকে আততায়ীরা হত্যা করে। ওই সময় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেনারেল পারভেজ মোশাররফ।

বেনজির হত্যাকাণ্ড মামলায় ২০১৩ সালে মোশাররফকে হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার জন্য অভিযুক্ত করা হয়।

Related posts

Leave a Comment