মুক্তবার্তা ডেস্ক: নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন দেশের পাঁচ নারী। শনিবার সকালে বেগম রোকেয়া দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন।
রোকেয়া পদকপ্রাপ্ত পাঁচ নারী হলেন মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারাণী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, সুরাইয়া বেগম ও সাংবাদিক মাহফুজা খাতুন (বেবী মওদুদ)। এদের মধ্যে বেবী মওদুদকে মরণোত্তর রোকেয়া পদক দেওয়া হয়েছে। বেবী মওদুদের পক্ষে পদক নেন তার বড় ছেলে রবিউল হাসান অভি।
দেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি স্বরূপ প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে বাংলাদেশ সরকার। প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়, সরকারিভাবে এই পদক প্রদান করা হয়। ১৯৯৬ সাল থেকে সরকারিভাবে এই পদক প্রদান করা হচ্ছে।