মুক্তবার্তা ডেস্ক: আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মাঝারি থেকে ভারি বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আর যানজটে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন রাজধানীবাসী।
গতকাল সোমবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষাথী ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে পৌঁছেন।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি কমতে পারে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়কের এক পাশ, শ্যামলী থেকে শুক্রাবাদ মোড়, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, খিলক্ষেত ও মতিঝিলসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ।
এবছর ঢাকায় বেশ বৃষ্টি হচ্ছে। আর একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে অনেক এলাকায়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না হওয়াই এর কারণ বলে মনে করছেন ভুক্তভোগীরা।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।