বৃষ্টি কমে স্বাভাবিক হচ্ছে মুম্বাই

মুক্তবার্তা ডেস্ক: খুব ধীরে হলেও আজ সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই।

কয়েকদিনের অতিবৃষ্টির জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বাই ও তার আশপাশের শহরতলি। আজ সকালে ঝিরঝির বৃষ্টি হলেও দুপুর থেকে পরিষ্কার হবে মুম্বাইয়ের আকাশ। অল্প হলেও কিছু লাইনে চলতে শুরু করেছে ট্রেন। রাস্তায় পানি কমতে থাকায় গতি পেয়েছে ট্র্যাফিকও।

রেলওয়ের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, আটকে পড়া যাত্রীদের সাহায্যের চেষ্টা চলছে। বেশ কিছু জায়গায় অতিরিক্ত পাম্পের মাধ্যমে পানি বের করার চেষ্টা হচ্ছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই লোকাল ট্রেনগুলো চলছে প্রায় এক ঘণ্টা বিলম্বে। মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বাতিল করা হয়েছে মোট ১৬টি ট্রেন। আজ ও আগামীকালও বেশ কয়েকটি ট্রেন মুম্বাই ছাড়বে না।

ট্রেন স্বাভাবিক হলেও এখনো স্বাভাবিক হয়নি আকাশপথের যাত্রা।

মুম্বাই ছন্দে ফিরতে শুরু করলেও মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা থেকে আসছে মৃত্যুর খবর। গতকালই ঠাণেতে বা়ড়ি ধসে মৃত্যু হয়েছিল তিনজনের। আজ মৃতের সংখ্যাটা বেড়েছে। কোঙ্কন উপকূলের পালগড় জেলায় পৃথক ঘটনায় পানির স্রোতে ভেসে গিয়েছে চারজন। তালিকায় রয়েছে একটি তিন বছরের শিশুও।

পুলিশ জানিয়েছে, বন্যা সংক্রান্ত ঘটনায় ১২ জন নিখোঁজ। মৃতের সংখ্যা পাঁচ।

Related posts

Leave a Comment