বুরুন্ডিতে ‘লিভ টুগেদার’ বন্ধের নির্দেশ

মুক্তবার্তা ডেস্ক:মধ্য আফ্রিকান রাষ্ট্র বুরুন্ডিতে যেসব যুগল বিয়ে না করে একসঙ্গে বসবাস করছেন, তাদের চলতি বছরের মধ্যেই বিয়ের আদেশ দিয়েছে দেশটির সরকার। যারা এ নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা সম্প্রতি ‘সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার’ যে অভিযান শুরু করেছেন তার আওতাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, স্কুলে পড়া মেয়েদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা খুব বেশি বেড়ে গেছে। অনেক পুরুষ বর্তমান অবস্থার সুযোগ নিয়ে একই সঙ্গে একাধিক মেয়ের সঙ্গে থাকছে।

সরকারের এক মুখপাত্র বলেন, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য অনানুষ্ঠানিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্ট এনকুরুনজিজা একজন নব্যরক্ষণশীল (বর্ন-এগেইন) খ্রিষ্টান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গির্জা এবং রাষ্ট্র-অনুমোদিত বিয়েই জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর উপায় এবং এটি দেশপ্রেমিকদের একটি কর্তব্যও বটে। তবে এ আইন যারা ভঙ্গ করবে তাদের কি শাস্তি হবে তা স্পষ্ট নয়।

পিয়ের নামে এক কৃষক, যিনি বিয়ে না করেই তার প্রেমিকার সঙ্গে থাকছেন। তিনি জানান, স্থানীয় কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের জরিমানার হুমকি দিয়েছেন এবং বলেছেন বিয়ে ছাড়া তাদের সন্তান হলে সে সন্তান বিনামূল্যে শিক্ষা বা চিকিৎসার সুযোগ পাবে না।

Related posts

Leave a Comment