বুফনের মাইলফলকের ম্যাচে ইতালির জয়

মুক্তবার্তা ডেস্ক:ক্যারিয়ারে সহস্রতম ম্যাচটি জয় দিয়েই উদযাপন করলেন জিয়ানলুইজি বুফন। বিশ্বকাপ বাছাইপর্বে বুফনের মাইলফলকের ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তার দেশ ইতালি।

ঘরের মাঠ ম্যাচে ১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রসি। পেনাল্টি থেকে বল জালে জড়ান রোমার তারকা এই মিডফিল্ডার। আর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে হেডে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন ইম্মোবিলে।

১৯৯৫ সালে পেশাদার ফুটবলে বুফনের আবির্ভাব পার্মার হয়ে। পার্মার হয়ে খেলেছেন মোট ২২০ ম্যাচ। ১৯৯৭ সালে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকার। জাতীয় দলের হয়ে অপরাজিত আছেন ১৬৮টি ম্যাচ খেলে।

এদিকে ২০০১ সালে জুভেন্তাসে যোগ দেন বুফন। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ৬১২টি ম্যাচ খেলেছেন এই তারকা।

Related posts

Leave a Comment