মুক্তবার্তা ডেস্ক: ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে’, ‘ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া’ ইত্যাদি কালজয়ী গানের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় বাংলাদেশ বেতারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় শিল্পী আবদুল জব্বারের মরদেহ। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা এ গায়কের নাগরিক শ্রদ্ধানুষ্ঠানে রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ নানা পেশার মানুষের ঢল নামে। সবাই ফুলেল শ্রদ্ধায় সিক্ত করেন বাংলা সংগীতাঙ্গণের এ বরপুত্রকে। তার স্মরণে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। খোলা হয় শোক বই।