বিয়ে নিয়ে প্রতারণা অপুর সাথে “শাকিব খান” ভিডিও

অলনিউজ ডেস্ক:২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই ও আমার মা। খুব গোপনে বিয়ে হয়। আমাদের বিয়ে হয় রেজিস্ট্রি করে। ফরিদপুর থেকে কাজী আনা হয়। একটি বেসরকারি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিতে গিয়ে অকপটে বিয়ের কথা স্বীকার করেন অপু।

অপু বলেন, বর্তমানে আমার এবং শাকিবের সংসারে ৮ মাস বয়সি এক ছেলে সন্তান রয়েছে। ছেলের নাম আব্রাহাম খান জয়। তার জন্ম গেল বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে। সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।
https://www.facebook.com/N24.tv/videos/907489952724174/

Related posts

Leave a Comment