বিসিবির পাকিস্তান সিরিজ নিয়ে কোনও আগ্রহ নেই

মুক্তবার্তা ডেস্ক:আগামী জুলাইয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু সম্প্রতি তারা এই সিরিজটি স্থগিত করে দেয়। তবে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানকেও জোরাজুরি আনতে চায় না বিসিবি। বরং এই সময়ে খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা ভাবছে বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি মনে করি এই সময়ে আমরা খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারি। আমাদের ছেলেরা এখন অনেক ম্যাচ খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারা দেশে ফিরবে। এরপর অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসবে। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। নভেম্বর-ডিসেম্বরে রয়েছে বিপিএল’।

তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তান সিরিজ নিয়ে অতোটা আগ্রহী নই। কিন্তু এই সময়ে যদি আমাদের খেলার প্রয়োজন হয় তাহলে চার-পাঁচটি দেশ আমাদের সাথে খেলতে আগ্রহী। সিরিজ আয়োজন করা কঠিন হবে না। কিন্তু এই মুহূর্তে আমরা গ্যাপটি পূর্ণ করতে আগ্রহী নই’।

Related posts

Leave a Comment