মুক্তবার্তা ডেস্ক:আজ ২০ জুন। বিশ্ব শরণার্থী দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে নথিভুক্ত উদ্বাস্তু রয়েছেন প্রায় ৫ কোটি মানুষ, যারা বাধ্য হয়েছেন নিজেদের দেশ ছেড়ে যেতে, আর প্রায় আড়াই কোটি মানুষ নিজেদের দেশের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত এ সংখ্যা ছাড়িয়েছে।
জাতীয় অর্থনীতির তুলনায় শরনার্থীর দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
এদিকে থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে উদ্বাস্তুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংস্থাটি প্রতি মাসেই আর্থ-সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে।
এ সংস্থাটি জানায়, জলবায়ু পরিরর্তনের মতো বৈশ্বিক কারণে যে উদ্বাস্তু তৈরি হচ্ছে, বর্তমান আইনি কাঠামো তাদের সুরক্ষার জন্য যথেষ্ঠ নয়। জলবায়ু উদ্বাস্তুদের অন্য উদ্বাস্তুদের থেকে পৃথক করার পদ্ধতি নির্ধারণের তাগিদ দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া তাদের ‘সর্বজনীন প্রাকৃতিক ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেয়ারও প্রস্তাব করা হয়েছে।