বিশ্ব পানি দিবস আজ

মুক্তবার্তা ডেস্ক:আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। বিশ্বব্যাপী পানির অপরিহার্যতা বিবেচনা করে এ বছর পানি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বর্জ পানি ব্যবস্থাপনা’। অর্থাৎ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্জ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পানিসম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা।

পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সাল থেকে প্রতি বছর দিবসটি সারাবিশ্বে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও  নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হবে আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

এ উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিবেশবাদী সংগঠনসমূহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় এ উপলক্ষে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পানি দিবস উপলক্ষে এক মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনটি আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) ২১ নম্বর এজেন্ডায় প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপিত হয়।

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব বাড়ছে।

Related posts

Leave a Comment