মুক্তবার্তা ডেস্ক:বিশ্ব দুগ্ধ দিবস আজ।‘দুধ পানের অভ্যাস গড়ি পুষ্টি চাহিদা পূরণ করি’ প্রতিবাদ্যে বাংলাদেশেও যথাযথভাবে পালিত হবে দিবসটি। এ উপলক্ষে দেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতর দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ সকালে অধিদফতরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে।
বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক।
দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর জুন মাসের প্রথম দিনে দিবসটি পালিত হচ্ছে।