বিরাট-আনুশকার রোমান্টিক মুহূর্ত

মুক্তবার্তা ডেস্ক: ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত জুটি অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেলেও প্রেমের সম্পর্কের বিষয়টি এখনো স্বীকার করেননি তারা।

কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন বিরাট-আনুশকা। গতকাল ইউটিউবে প্রকাশিত হয় এটি। আর বাস্তবে তাদের রোমান্টিক মুহূর্তই যেন এ বিজ্ঞাপনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এ জুটি।

বিজ্ঞাপনে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ‘বিরুশকা’। পাত্র-পাত্রী বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত। এ সময় আনুশকা কৌতূহলী হয়ে বিরাটকে প্রশ্ন করেন, ‘পাত্র-পাত্রী পরস্পরকে কী প্রতিজ্ঞা করছে।’ এরপর বিরাট-আনুশকা নিজেদের মতো করে সাতটি প্রতিজ্ঞা করেন। যার সর্বশেষটিতে বিরাট বলেন, ‘আমি সব সময় তোমার খেয়াল রাখব।’ জবাবে আনুশকা বলেন, ‘আমিও।’

আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিজ্ঞাপনটি:

Related posts

Leave a Comment