বিপুল রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা বিশ্বে নজিরবিহীন

মুক্তবার্তা ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এত বিপুলসংখ্যক রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা করা পৃথিবীতে নজিরবিহীন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশ শাসন করছেন বিধায় এত অল্প সময়ে রোহিঙ্গাদের জন্য পানি, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

শুক্রবার দুপুরের ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের পাচচর এলাকায় দুর্গা পূজামন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন এলজিআরডি মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ শরণার্থীদের আশ্রয় দেয়ার কথা ভাবতে পারে না, সেখানে বাঙালিরা পেরেছে। এটার মধ্যে দিয়ে প্রমাণ হয় আমরা শান্তিপ্রিয় জাতি।

খন্দকার মোশাররফ বলেন, সারা দেশের মতো ফরিদপুর জেলায় ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কোনো ধর্মের প্রতি আমরা অশ্রদ্ধাশীল নই। এই দেশে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করছে। মন্ত্রী এ সময় বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।

Related posts

Leave a Comment