রাজশাহী প্রতিনিধি: বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা হরতাল শুরু হয়েছে। তবে সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও হরতালের সমর্থনে নগরীতে কোন মিছিল বা পিকেটিং দেখা যায়নি। নগরজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই ট্রেন চলাচল করেছে। স্কুল-কলেজের ক্লাস সমূহ যথা সময়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে হরতাল
