মুক্তবার্তা ডেস্ক: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন করবে তিনটি বাম সংগঠন। ওইদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ হরতাল ডাকা দলগুলো ইতোমধ্যে কর্মসূচি সফর করতে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামলে দলীয় নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে সিপিবি। এই হরতালে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে।
গত ২৩ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয়। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বিইআরসির পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার পরপরই এদিন সন্ধ্যায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের ডাক দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।