বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টের রায় কাল

মুক্তবার্তা ডেস্ক: বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সাজা বাতিলে আসামিপক্ষের আপিলের রায় কাল ২৬ নভেম্বর ঘোষণার দিন ধার্য রয়েছে।

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে বিডিআর হত্যা মামলায় বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একই আদালতে ডেথ রেফারেন্স ও সাজা বাতিলে আসামিপক্ষের আপিলের রায় ছাড়াও দণ্ডিতদের সাজা বৃদ্ধি এবং আসামীদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় দেয়া হবে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, মামলাটি রায় ঘোষণার জন্য কাল রোববারের আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে।

Related posts

Leave a Comment