বিজিবির নামে চাঁদাবাজি, পিতাপুত্রকে কারাদণ্ড

মুক্তবার্তা ডেস্ক:সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বিজিবির নামে চাঁদাবাজির অভিযোগে পিতাপুত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার লাউড়েরগড় গ্রামের আব্দুল বারেকের ছেলে আব্দুর রজ্জাক (৫৫) ও তার ছেলে রফিকুল ইসলাম (২৪)।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টায় সীমান্তের ১২০৩/২ এস পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীর চরে পাথর শ্রমিকদের কাছ থেকে লাউড়েরগড় বিওপির বিজিবি ক্যাম্পের নামে ওই পিতাপুত্র চাঁদা আদায় করার সময় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি তাদের আটক করে। রাতে তাদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

তাহিরপুর থানা পুলিশ রাত সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজ পিতাপুত্রকে বুধবার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment