মুক্তবার্তা ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার বাতিল হবে ততবার সংসদে পাস হবে বলে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনায় এ প্রতিক্রিয়া জানান বিএনপি সরকারের সাবেক এই আইনমন্ত্রী। তিনি বলেন, এ বক্তব্যে প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টের ওপর তাদের আস্থা নেই এবং বিচার বিভাগের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না।
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরত নিয়ে সংবিধানে আনা ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে শুক্রবার কথা বলেন অর্থমন্ত্রী মুহিত।