বিচার বিভাগের দূরত্ব নেই: আইনমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশে লায়নস ক্লাবস ৩১৫ এ ওয়ান এর ২২ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী।

বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের দূরত্ব তৈরি হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি গতকালই এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে, বিচার বিভাগের সাথে সরকারের কোনো দূরত্ব নাই।’

নিম্ন আদালতের বিচারপতিদের শৃঙ্খলা বিধামালা গেজেট আকারে প্রকাশ নিয়ে সরকার ৬৭ বার সময় নিয়েছেন। এ নিয়ে প্রধান বিচারপতি আদালতে ও আদালতের বাইরে কথা বলে আসছেন।

গত ২৬ এপ্রিল আইনমন্ত্রী বলেন, ‘কোনো দেশে প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এত কথা বলেন না। কোনো দেশে বিচারকাজ ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা প্রকাশ্যে বলেন না।’ অবশ্য প্রধান বিচারপতি নিয়ে প্রকাশ্যে আর কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

Related posts

Leave a Comment