বিচারপতি ওয়াহ্হাবের সঙ্গে সাক্ষাতে আইনমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করতে তার খাস কামরায় গেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুর দুইটায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় প্রবেশ করেন মন্ত্রী।

গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির আবেদন করেন বলে জানায় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওইদিন রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দেয়া হয়। বর্তমানে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

Related posts

Leave a Comment