বিএসটিআইর অটো বিলিং সেবা চালু

মুক্তবার্তা ডেস্ক:সেবাগ্রহীতাদের দ্রুত সেবা দিতে বিল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. সাইফুল হাসিব এ সেবার  উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিএসটিআই পরিচালক (মান) আ ন ম আসাদুজ্জামান, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএস) প্রকৌ. মো. ইসহাক আলী, পরিচালক (রসায়ন) তপতী সাহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অটো বিলিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিএসটিআই আরও এক ধাপ এগিয়ে গেল। অটো বিলিং সেবা চালু ফলে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা আসবে।

Related posts

Leave a Comment