বিএনপি রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করছে : কাদের

মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোহিঙ্গাদের এলাকায় না এসে বিএনপি ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে। এটা নিয়ে রাজনীতি করছে।

মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি করছে আজকে বিএনপি এবং রাজনীতি তারা প্রথম থেকেই করে আসছে। আমি আজকে তাকে (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আহ্বান জানাব, ত্রাণ দিতে আসছেন, ত্রাণ দেবেন। কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোহিঙ্গাদের দেখতে আসার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন কাদের। বলেন, ‘তাঁরা ঘটনার এক মাস পরে এখানে আসছেন, সেটা বিচারের ভার এ দেশের জনগণের। তারাই দেখছে কারা আছে, কারা নেই। অযথা এসব নিয়ে আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না।’

রোহিঙ্গাদের জন্য এখন অন্তত ১০ হাজার স্যানিটারি শৌচাগার প্রয়োজন উল্লেখ করে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কক্সবাজারের মানুষ উদার এবং মানবিক না হলে সরকারের পক্ষে রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতো এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারে নিপীড়িত হয়ে এত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আমরা তাদের থাকতে দিচ্ছি, তাদের জন্য খাবার দিচ্ছি। লাখ লাখ রোহিঙ্গা এসেছে। কক্সবাজারের মানুষ খুবই উদার এবং মানবিক। তারা যদি রোহিঙ্গাদের গ্রহণ না করতো, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে পড়তো।

Related posts

Leave a Comment