বিএনপি যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যেতে প্রস্তুত

মুক্তবার্তা ডেস্ক:যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যেতে প্রস্তুত। তবে সে জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হতে হবে। আর ‘সুষ্ঠু’ নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেয়, সেটিও দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীতে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ফখরুল। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে যান তিনি।

আওয়ামী লীগের নির্বাচনের জন্য তিনশ আসনে প্রার্থী প্রস্তুত আছে, বিএনপির কি অবস্থা- এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন সহায়ক সরকার ও নির্বাচনের ক্ষেত্র তৈরি হলে যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি একটি নির্বাচনমুখী দল। সুতরাং আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের সঙ্গে বিএনপির কার্য‌্যক্রমের তুলনা করার প্রয়োজন নেই। আমাদের তিনশ আসনের বিপরীতে নয়শ প্রার্থী আছে।

Related posts

Leave a Comment