বিএনপি একটি মাদ্রাসাও করেনি: শিক্ষামন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:বিএনপি তাদের শাসনামলে দেশে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নিজেদের ধান্দা করেছে; মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কোনো কাজ করেনি। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যেসব কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রী তা তুলে ধরেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ‘ফাজিল অনার্স শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে এখন তিন লাখেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। এর জন্য রয়েছেন আমাদের ২৬ হাজার শিক্ষক। এর সাথে আমাদের সরকার এক হাজার ৩৩২টি নতুন মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এর সাথে আরও এক হাজার ৮০০টি মাদ্রাসা ভবন আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিএনপি সরকারের আমলে একটি মাদ্রাসাও তারা তৈরি করেনি। তারা সবসময় লুটপাটের  ধান্দায় ছিল। নিজেরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে সারা বিশ্বকে দেখিয়েছে। তারা লুটপাটে ব্যস্ত থাকায় দেশকে মধ্যম আয়ের দেশে তৈরি করে দিয়ে যেতে পারিনি। আমরা ২০৪১ সালের মধ্যে ইনশাল্লাহ মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হবো।’

Related posts

Leave a Comment