বিএনপি আগামী নির্বাচনে হারার আশঙ্কায় ভারত বিরোধি

মুক্তবার্তা ডেস্ক:বিএনপি আগামী নির্বাচনে হেরে যেতে পারে এই আশঙ্কা থেকেই ভারতের বিরোধিতা শুরু করেছে।

‘ভারত আরও পাঁচ বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারে’ খালেদা জিয়ার এমন মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণই আমাদের বসাবে।’

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

বিএনপির ভারত বিরোধিতার সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ একটি দল। তারা এখন ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।’

Related posts

Leave a Comment