বিএনপির তাগিদ সীমানা পুনর্নির্ধারণে শহর-গ্রামের সমতা আনতে ইসিকে

মুক্তবার্তা ডেস্ক: সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না পেলে ভোটার তালিকা হালনাগাদে কমিশন আশানুরূপ সাড়া পাবেনা বলে মনে করে বিএনপি, পাশাপাশি নির্ভুল করতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। আর সীমানা পুনর্নির্ধারণে প্রভাবিত না হয়ে শহর গ্রামের সমতা আনার কথা বলছে দলটি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিতর্কিত করতেই অযথা নেতিবাচক দিকগুলো টেনে আনছে বিএনপি। আইন অনুসারে চললে কমিশনের কাজে মাথা ঘামাবে না আওয়ামী লীগ।

১৬ জুলাই নির্বাচন কমিশন ঘোষিত একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুসারে ২৫ জুলাই শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আর সীমানা পুননির্ধারণে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে কমিশন।

বিএনপি বলছে ভোটার তালিকা হালনাগাদে জনগণের স্বতফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দরকার আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। আর পুরো কার্যক্রম রাখতে হবে সরকারি প্রভাবমুক্ত। তবে হালাগাদকে প্রভাবিত করার বিষয়টি উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দৃষ্টি একটি নির্ভুল তালিকার দিকে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অনেকে বলে ভোটার হয়ে লাভ কি ভোট তো দিতে পারবো না। এদেরকে আশাবাদী করা যে ভোটার হলে ভোট দিতে পারবে। এটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। এবং বেশিরভাগ সরকারের উপরে।’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ভোটার তালিকার মধ্যে কারচুপি করা, জালিয়াতি করা এটা অতীতে বিএসপির রেকর্ড আছে। তাদের এই  মানসিকতার কারণে তারা অন্যদেরও হয়তো সন্দেহ করতে পারে। আওয়ামী লীগ কখনও মিথ্যা ভোটারে বিশ্বাসী না।’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ না করা হলে প্রশ্ন থেকেই যাবে।’

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমরা একটা নির্ভুল ভোটার তালিকা চাই। নির্বাচন কমিশন একটা উদ্যোগ নিয়ে নির্ভুলভাবে কাজটি সম্পন্ন করবে এটাই আমাদের প্রত্যাশা।’

আর সীমানা পুননির্ধারণের ক্ষেত্রে দল দুটিই বলছে আইনের মধ্যে থেকে শহর-গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে আনার কথা। যদিও বিএনপির সংশয় আছে প্রভাবশালীদের চাওয়া পাওয়ার নিয়ে। তবে দলটির এমন বক্তব্য

Related posts

Leave a Comment