মুক্তবার্তা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি ভারতের কাছে গ্যাস বেচার যে মুচলেকা দিয়েছিল, তার সাক্ষী তিনি নিজে। তিনি জানান, ওই নির্বাচনের আগে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের বাসায় এক বৈঠকে তার উপস্থিতিতেই এসব হয়েছিল।
খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কৃষির উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান, বিএনপির অবস্থানসহ নানা বিষয়ে কথা বলেন। কথা বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনে জিতে বিএনপির ক্ষমতায় আরোহনের বিষয়টি নিয়েও।
প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, ওই নির্বাচনের আগে তার কাছে প্রস্তাব এসেছিল ভারতের কাছে গ্যাস বেচার। কিন্তু তিনি তাতে রাজি হননি আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে রাজি হয়েছিলেন এবং এ কারণেই নির্বাচনে কারসাজি করে বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় বসানো হয়।