‘বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল’ নাসিম

মুক্তবার্তা ডেস্ক:ভিশন-২০৩০ ঘোষণা করার আগে জনগণের কাছে বিএনপির ক্ষমা চাওয়া ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি একথা বলেন।

নাসিম বলেন, কদিন আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তথাকথিত ভিশন ঘোষণা করেছে। চৌদ্দ দল মনে করে এ ভিশনের প্রথমেই জনগণের কাছে তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি এগিয়ে নেয়ার জন্য তারা শুধু বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েই খান্ত হননি, মন্ত্রীও বানিয়েছিলেন। তারা দেশে জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। সে কারণেই তাদের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া।

নাসিম বলেন, ভিশন কিছুই নয় জনগণকে একটি ভ্রান্তির মধ্যে ফেলে ক্ষমতায় আসতে চান তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়ে বিএনপির ভিশন-২০৩০ এ বেগম খালদো জিয়া যা বলেছেন তা মোটেই বাস্তব সম্মত নয় বলেও মনে করেন নাসিম। তিনি বলেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন। সুতরাং তার মুখে একথা মানে জনগণের সঙ্গে প্রতারণা করা।

Related posts

Leave a Comment