বিএনপির কেন্দ্রীয় নেতা সরওয়ার আযমের ইন্তেকাল

মুক্তবার্তা ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার আযম খান ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মালিবাগের বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৫৩ বছর। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার আযমের গ্রামের বাড়ি ফরিদপুরের চরভ্রাসনে। বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তাকে চরভদ্রাসনের আবদুল মজিদ মিয়া ডাংগি গ্রামের খান বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার মৃত্যুর সংবাদ জানিয়েছেন। তিনি তার রাজনৈতিক সহকর্মীর জন্য দোয়া চেয়েছেন।

Related posts

Leave a Comment