মুক্তবার্তা ডেস্ক:পুলিশের তল্লাশি চলাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে আসার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি নেতা। এর আগে সকাল নয়টার দিকে চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
রিজভী বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি যখন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এমন কাজ করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়।
সকাল সোয়া সাতটার দিকে কার্যালয়ের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে সাড়ে সাতটার দিকে পুলিশ কার্যালয়ের ভেতরে তল্লাশি শুরু করে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই অভিযান চলে, তবে পুলিশ কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি।
পুলিশ কর্মকর্তারা জানান, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক বই আনার খবর পেয়েছেন তারা। আর এসব বইকে ঘিরেই তাদের সন্দেহ।
কার্যালয়টিতে রাষ্ট্রবিরোধী কোনো নথি আছে কি না, বিষয়টি দেখার জন্য আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে কার্যালয়টিতে তল্লাশি চালানো হচ্ছে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক জানিয়েছেন। তবে বিএনপির কয়েকজন নেতা জানান তাদের বিষয়টি জানানো হয়নি। তল্লাশির সময়ে কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।