মুক্তবার্তা ডেস্ক: নরসিংদীর সদর উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, হতাহত হওয়া ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী। সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।
মনহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সকাল সাতটার দিকে কান্দাইল এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত। আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি। এর ফলে ওই মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
তবে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।