বাস ভাড়ায় নৈরাজ্য আরও বাড়ল

মুক্তবার্তা ডেস্ক:সিটিং সার্ভিসবিরোধী অভিযান ১৫ দিনের জন্য স্থগিত করার পর রাজধানীতে বাস ভাড়ায় নৈরাজ্য আরও বেড়েছে। সিটিং হিসেবে চললেও বিআরটিএর নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না-এমন ঘোষণার কোনো বাস্তবায়ন নেই। বাসগুলোতে ইচ্ছেমত আদায় করা হচ্ছে ভাড়া। আর প্রতিবাদ করে লাভ হবে না জেনে চুপ যাত্রীরাও।

অবৈধ সিটিং সার্ভিস বন্ধে অভিযানের চার দিনের মাথায় যাত্রী স্বার্থকে বর্ম করে ১৫ দিনের জন্য অভিযান স্থগিত করে বিআরটিএ। সিটিং এর জন্য কে বা কারা দাবি জানিয়েছিল এই প্রশ্নের জবাব না থাকলেও পরিবহন মালিকদের সঙ্গে বুধবার বৈঠক করে তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সিটিং সার্ভিসকে আইনের আওতায় এনেই তা চালু করা হতে পারে। আর ১৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সিটিংবিরোধী অভিযান স্থগিত থাকবে।
ভাড়ার নৈরাজ্য ঠেকাতে বিআরটিএর কোনো চেষ্টা নেই, আছে কেবল আশ্বাস। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের কাছে জানতে চাইলে  তিনি বলেন, ‘সবাইকে আইন মেনে চলতে হবে। অনেকেই অমান্য করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Related posts

Leave a Comment