‘বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ ক্যাম্পেইন উদ্বোধন

মুক্তবার্তা ডেস্ক: ব্র্যাক ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কমিউনিটি রেডিও’র মাধ্যমে ‘বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

ক্যাম্পেইনটি আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ১১টি ইস্যুর উপরে স্থানীয় ভাষায় ‘সোনালী স্বপ্ন’ নামে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে রয়েছ- বাল্যবিবাহ, বাল্যবিবাহ প্রতিরোধে বাবার ইতিবাচক ভূমিকা শিক্ষক এবং সামাজিক নেতাদের ভূমিকা, কমিউনিটির সম্পৃক্ততা, স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, সামাজিক গণমাধ্যমের ভূমিকা, শিক্ষক এবং সমাজিক নেতাদের ভূমিকা প্রমুখ।

সংবাদ সম্মেলেন বক্তারা বলেন, দেশে গ্রামীণ পর্যায়ে মেয়েদের শিক্ষাজীবন চলমান রাখার একটি বড় অন্তরায় বাল্যবিবাহ। সুতরাং বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও কমিউনিটির সম্পৃক্ততা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও সহজে তথা সম্প্রচার করার মাধ্যেমে কমিউনিটি রেডিও একটি বড় ভূমিকা পালন করতে পারে। এই ক্যাম্পেইন স্থানীয় ভাষা ব্যবহার করার ফলে তা প্রয়োজনীয় তথ্য জনগোষ্ঠীর দোড়গোড়ায় পৌঁছাতে অনেকে বেশি সহায়ক হবে।

Related posts

Leave a Comment