বান্দরবা‌নে জিপ খা‌দে পড়ে চালকসহ নিহত ২

বান্দরবান প্রতিনিধি: বান্দরবা‌নের লামা উপজেলায় মালবোঝাই জিপ খা‌দে প‌ড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রা‌ত সাড়ে ১০টার দিকে উপ‌জেলার ফাইতং ইউনিয়‌নের চিউথতলী বাজার থে‌কে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন জিপচালক মো. রা‌শেদ (২৬) এবং শ্রমিক মোহাম্মদ মামুন (২১)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হো‌সেন এবং ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, চিউথতলী বাজার থে‌কে লেবু নি‌য়ে জিপ গাড়ি‌টি ফাইতং যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা হতাহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতালে নিয়ে যায়।

Related posts

Leave a Comment