মুক্তবার্তা ডেস্ক:বান্দরবানের লামা উপজেলায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এলাকার ছোটপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এলাকায় পুলিশ পাঠিয়েছি।