বি.কে বিচিত্র,বান্দরবান জেলা প্রতিনিধিঃবান্দরবানের সদর উপজেলার নিউগুলশান এলাকায় এক উদ্যমী, আত্মপ্রত্যয়ী নারীর উদ্যোগে গড়ে ওঠেছে কোয়েল পাখির খামার। বান্দরবান সদরে গড়া উঠা কোয়েল খামারের মধ্যে এটি অন্যতম। এখান থেকে প্রতিদিন কোয়েল পাখি ও ডিম শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সরোজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, বর্তমানে খামারে তিনটি প্রজাতির কোয়েল উৎপাদন হচ্ছে, এবং পাশাপাশি ডিম উৎপাদন অব্যাহত রয়েছে। খামারের মালিক ইয়াসমিন আক্তার বলেন, বান্দরবানের পরিবেশ কৃষির জন্য খুবই উপযোগী। এই চিন্তা ভাবনা থেকে যুব উন্নয়ন অধিদফতরের পরামর্শে খামার গড়ে তুলি।ডিম উৎপাদনের যন্ত্র ইনকিউবেটর কয়েক বছর আগে ত্রুয় করা হয়। কোয়েল ও ডিম কেমন চলে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম প্রথম বাজারজাত করতে সমস্যা হয়েছিল, কিন্তু বর্তমানে বান্দরবান শহরে এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। বিবাহ, বিভিন্ন অনুষ্ঠানে আগাম অর্ডার দিচ্ছে। পুষ্টিমান বিচারে কোয়েল পাখি খুবই সুস্বাদু। কোয়েল পাখি ও ডিম বিক্রি করে মাসে তিনি ২০-৩০ হাজার টাকা আয় করে বলে জানান।
বান্দরবানে কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী নারী উদ্যোক্তা।
