বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় গোলাপী বেগম (৪৭) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাপী বেগম ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার রাতে গোলাপী বেগম তার সাত বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে পালিয়ে যায়। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জানান, ঘটানাটি শুনেছি।এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।